ফেরি না পেয়ে শিমুলিয়া ঘাটে শত শত যাত্রীর বিক্ষোভ

ফেরি না পেয়ে বিক্ষোভ করেছে মুন্সীগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া ঘাটে আটকে পড়া যাত্রীরা।

রবিবার (৪ এপ্রিল) সন্ধ্যা থেকে তারা পদ্মা পাড়ি দিতে না পেরে আটকে আছে শিমুলিয়া ঘাটে।

আজ সোমবার (৫ এপ্রিল) সকাল থেকে কোনো ফেরি না চলায় নদী পার হতে পারছে না এসব যাত্রী। শত শত মানুষ আটকে পড়ায় তারা বিক্ষুব্ধ হয়ে ঘাট এলাকায় বিক্ষোভ মিছিল করেছে।

মাওয়া ট্রাফিক অফিসের টিআই হিলাল উদ্দিন বলেন, লকডাউনের কারণে গতকাল থেকে শিমুলিয়া ঘাট এলাকায় যাত্রী ও পরিবহনের চাপ বেড়ে যায়। সন্ধ্যার দিকে কালবৈশাখীর কারণে সকল প্রকার নৌযান চলাচল বন্ধ হয়ে যায় শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে। এদিকে, আজ সকাল থেকে লকডাউনের কারণে কোনো ফেরি না চলায় এসব যাত্রী নদী পার হতে পারছিল না। তাই ক্ষুব্ধ হয়ে তারা পারাপারের জন্য বিক্ষোভ মিছিল করে। তবে একটি ফেরি কিছুক্ষণ আগে ছেড়ে গেছে।