ভারত-বাংলাদেশের বন্ধুত্বের নিদর্শন আর সৌহার্দপূর্ণ সম্পর্ক বৃদ্ধিতে ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীকে প্রশিক্ষণপ্রাপ্ত ১৫টি ঘোড়া উপহার দিয়েছেন।
আজ রবিবার (০৪ এপ্রিল) দুপুর ১২টায় বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতীয় সেনাবাহিনীর কর্মকর্তারা শূন্যরেখায় এ ঘোড়া বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে।
এদিকে ভারতীয় ঘোড়া প্রবেশের ঘটনায় বেনাপোল সীমান্তে দুই দেশের বিভিন্ন সরকারি দফতরের গোয়েন্দা সংস্থার কর্মকর্তা ও স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। সাধারণ জনসাধারণও ঘোড়া দেখতে ভিড় জমায় সীমান্ত এলাকায়।
উপহারের ঘোড়া হস্তান্তরের সময় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন, যশোর সেনানিবাসের কর্নেল আনোয়ার হোসেন ও ভারতের পক্ষে ছিলেন কলকাতার আর ভিসি ইউনিটের কর্নেল আরকে সাজেত।
এর আগে গত বছরের ১০ নভেম্বর বেনাপোল সীমান্তে ভারত সরকার বাংলাদেশ সেনাবাহিনীকে প্রশিক্ষণপ্রাপ্ত ২০টি ঘোড়া ও ১০টি কুকুর উপহার দেন।