ভারতে একদিনে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্তে নতুন রেকর্ড হয়েছে। আজ রবিবার (১১ এপ্রিল) সকালে জানানো হয়েছে।
এর আগের ২৪ ঘণ্টায় ভারতে ১,৫২,৮৭৯ জনের করোনা শনাক্ত হয়েছে। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
একই সময়ে সুস্থ হয়েছে ৯০ হাজার ৫৮৪ জনের এবং মৃত্যু হয়েছে ৮৩৯ জনের।
করোনাভাইরাস সংক্রমণ হারের ঊর্ধ্বগতি রোধে ভারতের বিভিন্ন রাজ্যে নানা বিধিনিষেধ আরোপ করা হয়েছে।