শ্রীলঙ্কায় কোয়ারেন্টিন শেষে অনুশীলনে তামিম-মুশফিকরা

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে গত ১২ এপ্রিল শ্রীলঙ্কায় পৌঁছেছে বাংলাদেশ দল। প্রথম দফায় করোনা পরীক্ষা করে তিন দিনের কোয়ারেন্টিনে থাকে টাইগাররা। এরপর দ্বিতীয়বার করোনা টেস্টে সবার নেগেটিভ ফলাফল আসায় বৃহস্পতিবার( ১৫ এপ্রিল) মাঠে নামার অনুমতি দেয় লঙ্কান ক্রিকেট বোর্ড।

সকালে কাতুনায়েকের চিল মারিয়ানস ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে অনেক্ষণ ধরে স্কিল অনুশীলন করেছে টাইগাররা। আগামীকাল শুক্রবারও একই ভেন্যুতে অনুশীলন করবে বাংলাদেশ দল।

দুই দিনের অনুশীলন শেষে ১৭-১৮ এপ্রিল কাতুনায়েকের একই ভেন্যুতে নিজেরা ভাগ হয়ে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে। এরপরই ঘোষণা হবে দুই টেস্টের চূড়ান্ত দল।

চূড়ান্ত দল ১৯ এপ্রিল নেগাম্বুয়া ছেড়ে ক্যান্ডিতে যাবে ২১ এপ্রিল প্রথম ম্যাচ খেলতে। একই মাঠে আগামী ২৯ এপ্রিল দ্বিতীয় ম্যাচও খেলবে দুই দল।