আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে নিজেদের শেষ দুটো ম্যাচ খেলতে কয়েকদিন পরই শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। সেই সফরের জন্য ২১ সদস্যের দল ঘোষণা হচ্ছে আজ।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, শ্রীলঙ্কা সফরের স্কোয়াড থেকে মাহমুদুল্লাহ রিয়াদের পাশাপাশি বাদ পড়ছেন সৌম্য সরকারও। মাহমুদুল্লাহ রিয়াদকে ইনজুরির কারণে টেস্টের বিবেচনায় রাখা হয়নি। বাংলাদেশের হয়ে এ পর্যন্ত ৪৯ টি টেস্ট খেলেছেন মাহমুদউল্লাহ। তাই ক্যারিয়ারের ৫০তম টেস্ট খেলার জন্য অপেক্ষা আরো বাড়ল তার।
এদিকে, শ্রীলঙ্কা সফরে লিডারের ভূমিকা পালন করবেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। এই সিরিজে সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান খেলছেন না।