রমজানের দ্বিতীয় দিন (১৪ এপ্রিল) তুরস্কের রাজধানীর আঙ্কারার মামাক জেলায় বসবাসকারী সাধারণ একটি পরিবারের সঙ্গে মাটিতে বসে ইফতার করছেন তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তায়েপ এরদোগান।
তার সঙ্গে রয়েছেন স্ত্রী ফার্স্টলেডি এমিনে এরদোগাান। এদিন ইফতার শেষে এরদোগান দম্পতি পরিবারটির সঙ্গে বসে চা পান করে এবং গল্প করেন। পরে শিশুদের উপহার দেন তিনি।
তবে ইফতারিতে খাবার হিসেবে ছিল একদমই সাধারণ খেজুর, জয়তুন, পনির, ছোরবা (সুপ), রুটি (পিডা), মিষ্টি ও পানিসহ সামন্য খাবার।
তুর্কি প্রেসিডেন্টের সাধারণ নাগরিকের বাড়িতে গিয়ে ইফতার করার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই প্রশংসায় ভাসছেন তিনি।
সূত্রঃ এএফপি