অগ্রিম টাকা দিয়েছি, টিকা আটকানোর অধিকার সেরামের নেই: পাপন

করোনার টিকা পেতে ভারতের সেরামকে সরকারের চাপ দেয়া উচিত বলে মন্তব্য করেছেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নাজমুল হাসান পাপন।

আজ শনিবার (২৪ এপ্রিল) দুপুরে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনার দ্বিতীয় ডোজের টিকা নেওয়ার পর সাংবাদিকদের নাজমুল হাসান পাপন এসব কথা বলেন।

পাপন বলেছেন, আমরা সেরাম ইনস্টিটিউটকে টিকা পেতে অগ্রিম টাকা দিয়েছি। আর কোনো দেশ অগ্রিম টাকা দেয়নি। সুতরাং আমাদেরকে টিকা দিতেই হবে। আর এই টিকা পেতে দয়া নয়, অগ্রিম টাকা দিয়ে কেনা টিকাই বাংলাদেশ চাইছে বলে মন্তব্য করেন তিনি।

পাপন আরও বলেন, সেরাম ইনস্টিটিউটের সঙ্গে চুক্তি অনুযায়ী দেড় কোটি ডোজ টিকা এতদিনে পাওয়ার কথা। সরকার পুরো টাকাই দিয়ে দিয়েছে কিন্তু হাতে পেয়েছে মাত্র ৭০ লাখ। বাকি ৮০ লাখ ডোজের জন্য সরকারের উচিত সেরামকে চাপ দেওয়া।