অর্ধেক যাত্রী নিয়ে চলছে গণপরিবহন: সন্তুষ্ট যাত্রীরা

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত বিধিনিষেধ আরোপের দু’দিন পর বুধবার (৭ এপ্রিল) ফের রাজধানীতে শুরু হয়েছে গণপরিবহন চলাচল।

গণপরিবহনের ৬০ শতাংশ বাড়তি ভাড়ায় স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী নিয়ে সরকারি-বেসরকারি মালিকানাধীন গণপরিবহনের পাশাপাশি প্রাইভেটকার, মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশা, হিউম্যান হলার, ভ্যানগাড়ি ও রিকশা চলাচল করছে অবাধে।

ফলে গত দু’দিনের তুলনায় রাস্তায় যানবাহন-যাত্রীর সংখ্যাও বেড়েছে। পরিবহন বেড়ে ভোগান্তি কমায় সন্তুষ্ট যাত্রীরা।

বুধবার রাজধানীর সদরঘাট, গুলিস্তান, পল্টনমোড়সহ বিভিন্ন স্থান ঘুরে দেখা যায়, সকাল থেকেই বাসসহ অন্য গণপরিবহন চলাচল করছে। ৫০ সিটের বাসে ২৫ জনের বেশি যাত্রী ওঠানো হচ্ছে না। বাস তুলনামূলক কম থাকলেও বাসস্ট্যান্ডগুলোতে যাত্রীদের বাসের জন্য দাঁড়িয়ে থাকতে দেখা যায়নি। বাস যা আছে সেটা পর্যাপ্ত।