আইপিএলের আগে ব্যাঙ্গালোর শিবিরে করোনার হানা

আগামী ৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চতুর্দশ আসর। তবে টুর্নামেন্টের শুরুর ঠিক আগ মুহূর্তে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলে হানা দিয়েছে করোনাভাইরাস।

করোনায় আক্রান্ত হয়েছেন দলটি ওপেনার দেবদূত পাডিকাল। এক বিবৃতিতে ব্যাঙ্গালোর কতৃপক্ষ এ কথা জানিয়েছে।

করোনা পজিটিভ আসার পর থেকে পাডিকাল ব্যাঙ্গালোরের নিজ বাসায় কোয়ারেন্টিনে রয়েছেন। পরবর্তী করোনা পরীক্ষায় নেগেটিভ আসলেই দলের সঙ্গে যোগ দিবেন তিনি। তার আরসিবি মেডিক্যাল টিম সেবায় রয়েছে। করোনায় আক্রান্ত হলেও এখন পর্যন্ত সুস্থ রয়েছেন পাডিকাল।

গত বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) অভিষেক হয় পাডিকালের। সে আসরেই ব্যাঙ্গালোরের সর্বোচ্চ রান-সংগ্রাহক ছিলেন তিনি। পাডিকালের ব্যাট থেকে ১৫ ম্যাচে ৪৭৩ রান আসে।