আইপিএলের জৈব সুরক্ষা বলয় সবচেয়ে ঝুঁকিপূর্ণ: জাম্পা

সোমবার (২৬ এপ্রিল) ব্যক্তিগত কারণ দেখিয়ে আইপিএল ছেড়ে চলে গেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর ক্রিকেটার অ্যাডাম জাম্পা। দেশে ফিরে জানিয়েছেন, আইপিএলের জৈব সুরক্ষা বলয় তার দেখা সবচেয়ে অরক্ষিত ও ঝুঁকিপূর্ণ।

গতবছর আরব আমিরাতে হওয়া আইপিএলেও জৈব সুরক্ষা বলয়ের মধ্যে থেকেই খেলেছিলেন জাম্পা। সেটি তার কাছে বেশ ভালো মনে হলেও, ভারতের এবারের জৈব সুরক্ষা বলয়ের কার্যকারিতা নিয়ে সংশয় ছিল এ লেগস্পিনারের মনে। তাই সুযোগ পেয়ে তড়িঘড়ি করেই দেশে ফিরে গেছেন তিনি।

অস্ট্রেলিয়ান হেরাল্ডকে দেয়া সাক্ষাৎকারে জাম্পা জানিয়েছেন, এবারের আইপিএলটিও দুবাইয়ে করলেই ভালো হতো। ভারতের ভয়াবহ করোনা পরিস্থিতির মধ্যে খেলার আয়োজন মোটেও ভালোভাবে নিতে পারেননি জাম্পা। পাশাপাশি মানসিক দিক থেকেও খুব একটা ভালো অবস্থায় ছিলেন না তিনি।

নিউ সাউথ ওয়েলসের এই ক্রিকেটার আরো বলেন, এছাড়াও বায়ো বাবলের মানসিক অবসাদের বিষয়ও কাজ করে। তাই যখন ফ্লাইট বন্ধ হয়ে যাওয়ার খবর পেলাম, আমার মনে হলো যে এখনই (দেশে ফেরার ব্যাপারে) সিদ্ধান্ত নিতে হবে। আমরা এরই মধ্যে অনেকগুলো জৈব সুরক্ষা বলয়ে থেকে। তন্মধ্যে সবচেয়ে দুর্বল ছিলো এটা।