আমরা আধ্যাত্মিক-রুহানি আলেম দেখতে চাই: আইজিপি

ব্রাহ্মণবাড়িয়া জেলাবাসীর উদ্দেশ্য পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, আপনাদের ভয়ের কোনো কারণ নেই। রাষ্ট্র, আইন ও জনগণ আপনাদের পাশে আছে। আপনারা মামলা করুন, অবশ্যই হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

আজ বৃহস্পতিবার (১ এপ্রিল) বিকেল ৩টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউসে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ এসব কথা বলেন।

আইজিপি বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিটি গুরুত্বপূর্ণ সরকারি অফিসে হামলা করা হয়েছে। ন্যাক্কারজনক এ ঘটনার ঘৃণা প্রকাশের ভাষা নেই। এসব কাজে ব্যবহার করা হচ্ছে মাদ্রাসাপড়ুয়া কোমলমতি ছাত্রদের। যা অত্যন্ত অমানবিক। আমরা আধ্যাত্মিক ও রুহানি আলেম দেখতে চাই।

এর আগে, হেফাজতে ইসলামের হামলায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন সরকারি স্থাপনা পরিদর্শন করেন তিনি।