আমরা কাউকে ঘরের বাইরে দেখতে চাই না: আইজিপি

ড. বেনজীর আহমেদ বাংলাদেশ পুলিশের একজন কর্মকর্তা এবং পুলিশের ৩০তম মহাপরিদর্শক। তিনি ২০২০ সালের ১৫ এপ্রিল থেকে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে দায়িত্ব পালন করছেন।

আজ মঙ্গলবার (১৩ এপ্রিল) দুপুরে রাজারবাগ পুলিশ অডিটেরিয়ামে করোনা সংক্রমণ রোধকল্পে বিধি-নিষেধ চলাকালে জরুরি প্রয়োজনে বাইরে যেতে ‘মুভমেন্ট পাস’ অ্যাপসের উদ্বোধনের সময় আইজিপি এসব কথা বলেন।

আইজিপি বলেছেন, আগামীকাল বুধবার (১৪ এপ্রিল) থেকে আপনাদেরকে ঘরের বাইরে দেখতে চাই না। জরুরি প্রয়োজনে বাইরে গেলে অবশ্যই মাস্ক পরতে হবে। বাইরে থেকে ঘরে ফিরে নিজেকে স্যানিটাইজ করবেন। আপনার মাধ্যমে যেন আপনার প্রিয়জন করোনায় সংক্রমিত না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।

আইজিপি আরও বলেন, রাস্তায় জটলা পাকাবেন না। হাতিরঝিলে বা অন্য কোথাও তরুণ-তরুণীদের আড্ডা না দেয়ার আহ্বান জানান তিনি।