এক বছর ড্র করতে পারলে টেস্ট ম্যাচ জেতা শিখব ইনশাআল্লাহ: সুজন

বিদেশের মাটিতে টানা ৯ টেস্ট হারের পর জয় না হোক, অন্তত ড্রয়ের মুখ দেখল বাংলাদেশ। তাতে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট খরাও কাটল। পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের প্রথম ম্যাচ শেষ হয়েছে রোববার।

আজ সোমবার (২৬ এপ্রিল) ভিডিও বার্তায় বাংলাদেশ দলের টিম লিডার খালেদ মাহমুদ সুজন এ কথা বলেন।

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের এমন পারফরম্যান্সে খুশি বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ও শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ দলের টিম লিডার খালেদ মাহমুদ সুজন। তার মতে, একবছর টেস্ট ড্র করতে পারলে, জেতা শিখবে বাংলাদেশ।

ভিডিও বার্তায় সুজন বলেন, একটা ইনিংস দেখেই এত মূল্যায়ন করা ঠিক হবে না। আমি বিশ্বাস করি, ব্যাটিংয়ের এই ধারাবাহিকতা আমরা ধরে রাখতে পারব। আরও একটা ম্যাচ আছে, এরপর জিম্বাবুয়ে যাব, ছেলেরা যেন ধারাবাহিকতা ধরে রাখতে পারে। আমরা যেন প্রপার টেস্ট টিম হিসেবে নিজেদের গড়ে তুলতে পারি।

টেস্টে যদি এভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারি, একটা বছর ভালো ক্রিকেট খেলতে পারি, ড্র করতে পারি, ব্যাটসম্যানরা দায়িত্ব নিয়ে ব্যাটিং করে, তাহলে একটা সময় আসবে টেস্ট ম্যাচ জেতা শিখব ইনশাআল্লাহ। এই ধারাবাহিকতা খুব জরুরী।