ওই নারী মামুনুল হকের স্ত্রী নন: স্বরাষ্ট্রমন্ত্রী

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের রিসোর্টে মামুনুল হক প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘ওই নারী তার স্ত্রী নন।’

রোববার (৪ এপ্রিল) সংসদে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। মামুনুল হকের বিষয়ে টেলিভিশনে প্রচারিত কথোপকথনের উদ্ধৃতি দিয়ে মন্ত্রী বলেন, ‘ওই নারী তার স্ত্রী নন।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সোনারগাঁও উপজেলার একটি বেসরকারি হোটেলে হেফাজতের কেন্দ্রীয় নেতা মামুনুল হক একজন নারীকে নিয়ে অবস্থান করছিলেন। টেলিভিশনে ওই নারী তা নিজের মুখে স্বীকার করেছেন। তিনি তার স্ত্রী নন। এ বিষয়ে আরও ঘটনা জেনে সবাইকে জানাব।’

মন্ত্রী আরও বলেন, ‘ওই ঘটনার পর দেখলাম ওই রিসোর্টের ওপর আক্রমণ। কেন এই আক্রমণ আমার জানা নেই। সেখানে কয়েকজন বিদেশি ছিলেন। পুলিশ ও বিজিবি গিয়ে তাদের রক্ষা করেছে।’

এদিকে, মামুনুল হক মুক্ত হওয়ার পরপরই তার কণ্ঠের মতো শুনতে একটি অডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অডিও ক্লিপে শোনা যাচ্ছে, মামুনুল হকের মতো কণ্ঠে অপরপ্রান্তের এক নারীকে উদ্দেশ্য করে বলা বলছে, ‘ওই মহিলা আমার স্ত্রী নয়। সে শহীদুল ইসলাম ভাইয়ের স্ত্রী।’

অডিওটি সামাজিকমাধ্যম ফেসবুক ও ইউটিউবে ছড়িয়ে পড়েছে। বিডি পলিটিক্স নামে একটি ইউটিউব চ্যানেলেও অডিওটি আপলোড করা হয়েছে। যারা অডিওটি ছড়িয়েছে তারা এটি মামুনুল হক ও তার স্ত্রীর বলে দাবি করেছে। তবে এর সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।