করোনাকাল কবে শেষ হবে তা অনিশ্চিত: সেতুমন্ত্রী

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যারা অপপ্রচার আর গুজব ছড়াচ্ছেন, তারাই ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে উদ্বিগ্ন।

আজ শনিবার (২৪ এপ্রিল) দুপু‌রে সড়ক ও জনপথ বিভাগ বরিশাল জোনের কর্মকর্তাদের সঙ্গে এক ভার্চুয়াল সভায় ওবায়দুল কাদের এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, করোনাকাল কবে শেষ হবে তা অনিশ্চিত। কিন্তু আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলার অভ্যাস গড়তে হবে। যারা স্বাস্থ্যবিধি না মানবে তাদের শাস্তির আওতায় আনতে হবে।

ভাঙ্গা-বরিশাল-কুয়াকাটা ফোর লেন প্রকল্পের অগ্রগতিতে মন্ত্রী অসন্তোষ প্রকাশ করেন। পায়রা ও বেকুটিয়া সেতু নির্মাণ কাজ যথাসময়ে শেষ করার তাগিদ দেন তিনি।

এ সময় বরিশাল জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবু হেনা মো. তারেক ইকবাল মন্ত্রীকে জানান, ভাঙ্গা-বরিশাল-কুয়াকাটা ফোর লেন মহাসড়কের জমি অধিগ্রহণ চলমান আছে। এবারের ঈদ যাত্রায় কোনো দুর্ভোগ হবে না বলে মন্ত্রীকে অবগত করেন তিনি।