করোনা মোকাবিলায় ভারতকে ১৩৫ কোটি রুপি দিচ্ছে গুগল

করোনার দ্বিতীয় ধাক্কায় দিশেহারা ভারত। হাসপাতালের বেড, অক্সিজেন সংকটে ধুঁকছে গোটা দেশ। চরম সংকটকালীন পরিস্থিতিতে ভারতের পাশে দাঁড়াচ্ছে একাধিক দেশ। করোনার চিকিৎসা সরবরাহ ও সহায়তার জন্য ভারতকে ১৩৫ কোটি রুপি দিচ্ছে গুগল।

আজ সোমবার (২৬ এপ্রিল) গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই এ কথা জানান।

টুইটারে ভারতীয় বংশোদ্ভূত পিচাই লিখেছেন, ভারতে ক্রমবর্ধমান কোভিড সংকট দেখে আমি বিধ্বস্ত হয়ে পড়েছি। এ সংকট নিরসনে গুগল গিভইন্ডিয়া ও ইউনিসেফকে চিকিৎসা সরবরাহের জন্য ১৩৫ কোটি টাকা অনুদান প্রদান করছে।

ব্লগে গুগল ইন্ডিয়ার প্রধান সঞ্জয় গুপ্ত জানান, করোনা মহামারির প্রভাবে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত এবং দিন আনে দিন খায় এমন মানুষদের নগদ অর্থ দেওয়া হবে। গিভইন্ডিয়ার মাধ্যমে এ অর্থ ব্যয় হবে।
অনুদানের আরেকটি অংশ উনিসেফকে দেয়া হবে । অক্সিজেন, করোনা টেস্টিং কিটসহ জরুরি বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম সরবরাহে কাজ করবে ইউনিসেফ।

সূত্র: ইকোনমিক টাইমস