কোহলিদের উড়িয়ে শীর্ষে ধোনির চেন্নাই

চলতি আইপিএলের শুরু থেকেই একক আধিপত্য বিস্তার করেছে বিরাট কোহলির নেতৃত্বাধীন রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টানা জয়ে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরকে মাটিতে নামালো চেন্নাই সুপার কিংস। আসরের ১৯ তম ম্যাচে জাদেজার ব্যাটিং তান্ডবের পর বোলিং ঘূর্ণিতে ৬৯ রানে হারে কোহলির ব্যাঙ্গালোর। কোহলির বেঙ্গালুরুকে হারিয়ে শীর্ষে ধোনির চেন্নাই সুপার কিংস।

এদিন টস জিতে আগে ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ১৯১ রান তুলে ধোনির চেন্নাই। যেখানে রবীন্দ্র জাদেজা বিস্ফোরক ব্যাটিংয়ে ২৮ বলে করলেন ৬২ রান। এমন ইনিংস খেলার পথে পাঁচ ছক্কায় এক ওভারেই নিলেন ৩৭ রান! স্পর্শ করলেন আইপিএলে এক ওভারে সবচেয়ে বেশি রান নেওয়ার রেকর্ড। এছাড়া ডু প্লেসিস করেন ৪১ বলে ৫০ রান ও গায়কাওয়াদ করেন ৩৩ রান।

বল হাতেও কারিশমা দেখান জাদেজা। ৪ ওভারে ১ ওভার মেইডেন সহ ১৩ দিয়ে নেন ৩ উইকেট। তার এমন স্পিন ঘূর্ণিতে ৯ উইকেট হারিয়ে ১২২ রান করতে সক্ষম হয় ব্যাঙ্গালোর। তাদের পক্ষে সর্বোচ্চ রান করেন পাডিক্যাল। ১৫ বলে ৩৪ রান করেন তিনি। এছাড়া ২২ রান করেন ম্যাক্সওয়েল।