কোয়ারেন্টিনে ওজন বাড়ছে সাকিবের

এমন কঠিন কোয়ারেন্টিন আগে কখনো পালন করতে হয়নি সাকিব আল হাসানকে। কোয়ারেন্টিনের শেষদিকে এসে যেন হাঁপিয়ে উঠেছেন বাংলাদেশি অলরাউন্ডার। মহামারী রুখতে কোয়ারেন্টিন না করে দলের সাথে যোগ দেওয়ারও সুযোগ নেই।

সাকিব বলেন, ‘কোয়ারেন্টিন সহজ কাজ নয়। আন্তর্জাতিক কিছু ম্যাচ খেলেছি, কোয়ারেন্টিনেও থেকেছি। তবে কখনো এমন হয়নি। সবসময় নিজের রুমে থাকতে হচ্ছে। কাউকে দেখার সুযোগ নেই। এটা সত্যিই অনেক কঠিন। তবে এটাই নিয়ম আর এই ধাপ সবাইকে পার করতে হবে, মানিয়ে নিতে হবে।’

কক্ষের বাইরেও যাওয়ার সুযোগ নেই। খাবার নিতে শুধু দরজা খুলতে পারেন দিনে ২-৩ বার- এই যা। ক্রিকেটারদের সবসময় থাকতে হয় অনুশীলনের মাঝে। এভাবে রুমে শুয়ে-বসে কাটালে ওজন বেড়ে যাওয়াই স্বাভাবিক। সাকিবের ক্ষেত্রেও তাই হচ্ছে।

অবশ্য তারকা ক্রিকেটার মোটেও উদ্বিগ্ন নন। কলকাতার আয়োজনে লাইভ চ্যাটে সাকিব জানালেন, ‘ফোনেই বেশি সময় কাটছে। মুভি দেখছি। টিম ট্রেনারের পরামর্শে একটু এক্সারসাইজ করি রুমের মধ্যে। খাচ্ছি, ওজন একটু বেড়ে যাচ্ছে। কঠোর শ্রম করতে হবে ওজন কমাতে হলে।’