গ্যাস নেই, খাবারের হোটেলে উপচেপড়া ভিড়

কোনো ঘোষণা বা বিজ্ঞপ্তি ছাড়াই নারায়ণগঞ্জে হুট করে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। এতে সকাল থেকে কোনো রান্না করতে পারেনি সাধারণ মানুষ। এরপরিপ্রেক্ষিতে বাধ্য হয়ে অনেকেই পরিবারের সবার খাবারের ব্যবস্থা করতে ছুটছেন খাবারের হোটেলগুলোতে। এতে খাবারের হোটেলগুলোতে উপচেপড়া ভিড় করছে সাধারন মানুষ।

আজ মঙ্গলবার (৬ এপ্রিল) সকাল থেকেই গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। এক বার্তায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য অফিসার মীর মোহাম্মদ আসলাম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

বার্তায় জানানো হয়, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ-গোদনাইল আরএমএস ও গোদনাইল টিবিএস এর কয়েকটি ভালভে লিকেজ থাকায় জরুরি ভিত্তিতে ভালভ প্রতিস্থাপনের জন্য সমগ্র নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখতে হয়েছে। ভালভ প্রতিস্থাপন কাজ শেষে গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে।

এদিকে, তিতাস গ্যাস কর্তৃপক্ষ কেউ এ ব্যাপারে মন্তব্য করতে না চাইলেও অনাকাঙ্ক্ষিত এ দুর্ভোগের জন্য তারা দুঃখ প্রকাশ করেছেন। দ্রুততম সময়ে গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে বলে তিতাস গ্যাস কর্তৃপক্ষ সুত্রে জানা গেছে।