চিতার আগুনে বাড়ছে দিল্লির তাপমাত্রা

করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে ভারতের রাজধানী দিল্লি এখন কার্যত মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। সেকানে ২৪ ঘণ্টায় জ্বলছে গণ চিতা। দেশটির হাসপাতালগুলোতে দেখা দিয়েছে তীব্র মেডিকেল অক্সিজেন সংকট।

এক সপ্তাহের ব্যবধানে সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এখন প্রতি ঘণ্টায় ১২ জন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হচ্ছে। যেখানে গত ৫ সপ্তাহ ধরে সংখ্যাটা ছিল ৫।

দিল্লিতে সোম থেকে শনিবারের মধ্যে (১৯-২৪ এপ্রিল) এক হাজার ৭৭৭ করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। দিল্লি প্রশাসনের হিসেব অনুযায়ী, ঘণ্টায় ১২ জন রোগী মৃত্যুবরণ করেছে।

ঠিক তার আগের সপ্তাহের সোম থেকে শনিবারের (১২-১৭ এপ্রিল) মধ্যে রাজধানীতে মৃত্যু হয়েছিল ৬৭৭ জনের। প্রতি ঘন্টায় মৃতের সংখ্যা ছিল পাঁচ। এক সপ্তাহের ব্যবধানের ঘন্টায় ১০জন বেশী দিল্লিবাসীর মৃত্যু হয়েছে। সংশ্লিষ্টদের আশঙ্কা সংখ্যাটা ক্রমেই বাড়বে।

জানা গেছে, ২৪ ঘণ্টায় ২ হাজার ৮শ’য়ের বেশি প্রাণ গেছে দেশটিতে। গত একদিনে তিন লাখ ৫৫ হাজারের বেশি মানুষের দেহে শনাক্ত হয়েছে করোনাভাইরাস।