রমযানে রোজাদারদের মধ্যে ইফতারি বিতরণ করলেন খ্রিস্টান যাজক

রমজানে রোজাদারকে ইফতার করানো পূণ্যের কাজ। অন্যকে আহার করানো অনেক বড় মানবিক কাজও বটে। জেরুজালেমে একজন খ্রিস্টান যাজক এমন মানবিক কাজে এগিয়ে আসেন। রোজাদারদের মধ্যে ইফতারি বিতরণ করে সবার ভালোবাসা অর্জন করেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ইফতারি বিতরণের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। তাতে দেখা যায়, ফিলিস্তিনের পূর্ব জেরুজালেমে জেরেকো নগরীতে ফাদার মারিও হ্যাডসিটি মানবিক কাজ আঞ্জাম দিচ্ছেন।

ভিডিওতে দেখা যায়, তিনি রাস্তার পাশে দাঁড়িয়ে মাগরিবের আজানের সময় খেজুর ও পানীয় বিরতণ করছেন। রাস্তায় গাড়ি থামিয়ে তিনি প্যাকেটজাত ইফতারি তুলে দিচ্ছেন। এ সময় তাঁর মুখ মাস্কে আবৃত ছিল।

ম্যারিও বলেন, রমজান মাস একটি পবিত্র মাস। এ মাসে পারষ্পরিক ভালোবাসা ও অনুগ্রহ তৈরি হয়। পৃথিবীতে মানুষ আল্লাহর ভালোবাসা অর্জন করে। আর জান্নাতে আল্লাহর সাক্ষাত লাভ করবে। আমাদের সবার মধ্যে ভালোবাসা ও সম্প্রীতি হওয়ার জন্য আমি খেজুর ও পানি বিতরণ করছি।

ম্যারিও আরো বলেন, কাজটি অনেক ছোট হলেও সবার মধ্যে সৌহার্দবোধ তৈরি করবে। রমজানেরর রোজা ধৈর্য শেখায়। অতএব যে ধৈর্য ধারণ করবে সে অনেক কিছু অর্জন করতে পারবে।