টস জিতলেন লিটন, ১০ ওভারের কার্টেল ম্যাচ

অকল্যান্ডে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে স্বাগতিক নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচ জিতে এগিয়ে থাকা কিউইরা ইতোমধ্যে নিশ্চিত করেছে সিরিজ জয়।

এই ম্যাচে বাংলাদেশ নেমেছে নতুন অধিনায়কের অধীনে। চোটের কারণে বাংলাদেশ দলে নেই নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ম্যাচে টাইগারদের নেতৃত্ব দিচ্ছেন তারকা ওপেনার লিটন কুমার দাস।

দ্বিতীয় টি-টোয়েন্টির মত এই ম্যাচেও বাগড়া দিয়েছে বৃষ্টি। তাই খেলা শুরু হতেই বেশ কিছুক্ষণ বিলম্ব হচ্ছে। টস হয়েছে নির্ধারিত সময়ের প্রায় আড়াই ঘণ্টা পর। স্বভাবতই ম্যাচ হবে কার্টেল ওভারে। বৃষ্টিতে অর্ধেকে নেমে এসেছে ম্যাচের দৈর্ঘ্য। প্রতি ইনিংসে খেলা হবে ১০ ওভার। পাওয়ারপ্লে থাকবে ৩ ওভার। বাংলাদেশ সময় দুপুর ২টা ১০ মিনিটে শুরু হবে খেলা।