টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিষিদ্ধ হতে পারে দক্ষিণ আফ্রিকা!

আবারও ক্রিকেটবিশ্বে নিষিদ্ধ হওয়ার হুমকিতে রয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। দেশটির সরকার ও ক্রিকেট বোর্ডের মধ্যে মতানৈক্য চরমে উঠেছে। এটা মোটেও ভালোভাবে নিচ্ছে না আইসিসি। খুব দ্রুত এই অভ্যন্তরীণ সমস্যার সমাধান না হলে দক্ষিণ আফ্রিকান ক্রিকেট বোর্ডকে নিষিদ্ধ করা হতে পারে।

এবার দেশের ক্রিকেটকে বাঁচাতে মুখ খুললেন তিন অধিনায়ক। দক্ষিণ আফ্রিকার চলমান সঙ্কটকে সামনে রেখে আইসিসির থেকে সম্ভাব্য স্থগিতাদেশের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে একটি যৌথ বিবৃতি দিয়েছেন দেশটির ৩ অধিনায়ক ডিন এলগার, টেম্বা বাভুমা এবং ড্যান ভ্যান নিকার্ক।

দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সভাপতি খায়া জোন্ডো সাক্ষরিত বিবৃতিতে আশঙ্কা প্রকাশ করা হয়েছে যে, বর্তমান অচলাবস্থার সমাধান না হলে দক্ষিণ আফ্রিকা অক্টোবরে-নভেম্বরে ভারতে আয়োজিত হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পারবে না।

অধিনায়করা বিবৃতিতে বলেছেন, এমন এক সময়ে যখন আমাদের ভবিষ্যৎ সম্পর্কে উচ্ছ্বসিত হওয়া উচিত ছিল, কিন্তু আমরা ভবিষ্যতের বিষয়ে উদ্বিগ্ন। দক্ষিণ আফ্রিকার পুরুষ দলকে নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে হবে। প্রশাসনের বর্তমান অবস্থা আমাদের প্রস্তুতিকে প্রভাবিত করছে। অচলাবস্থা চলতে থাকলে আইসিসি দক্ষিণ আফ্রিকাকে নির্বাসিত করতে পারে। তেমন হলে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পারব না। সেটা কিন্তু আমাদের জন্য মোটেও গর্বের ব্যাপার নয়।