ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ঝড়বৃষ্টি

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের ঝড়বৃষ্টি দেখা গেছে। দেশের কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টি হয়েছে বলে খবর পাওয়া গেছে।

শুক্রবার (১৬ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ঢাকার বেশকিছু এলাকায় ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়েছে।

সর্বশেষ শনিবার (১৭ এপ্রিল) সকালে আবহাওয়া অধিদফতর তাদের নিজস্ব ফেসবুক পেজে জানিয়েছে, রাঙ্গামাটি, ফেনী, খাগড়াছড়ি ও চট্টগ্রাম অঞ্চলসমূহ বৃষ্টি/বজ্রবৃষ্টির সম্মুখীন হতে যাচ্ছে।

আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ী দমকা/ঝড়ো হাওয়াসহ রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় এবং কিশোরগঞ্জ ও কুমিল্লা জেলায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।