ঢাকা ফেরা মানুষের চাপ বাড়ছে ফেরিঘাটে

স্বাস্থ্যবিধির তোয়াক্কায় না করেই পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট ফেরি পারপার হচ্ছেন রাজধানমুখী কর্মজীবী মানুষ। জীবন-জীবিকার জন্য এমন ঝুঁকি নিয়েই কর্মস্থলে ফিরছেন অনেকে।

সোমবার (২৬ এপ্রিল) সকাল ৭টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে যানবাহন ও যাত্রীর সংখ্যা বাড়তে থাকে।

সরেজমিনে দেখা যায়, পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা, কাজির হাট নৌরুটের ২০টির ফেরির মধ্যে সকাল ৬টা থেকে জরুরি ও নিত্যপ্রয়োজনীয় যানবাহন পারাপারে চলছে ৩টি ফেরি। এতে গাদাগাদি আর সামাজিক দূরত্ব না মেনে ফেরিতে পার হচ্ছে মানুষ। ঘাট এলাকাতেও নেই স্বাস্থ্যবিধি মানার বালাই। হুড়াহুড়ি করে বিভিন্ন প্রাইভেটকার, মাইক্রোবাস ও মোটরবাইকে চারগুণ বেশি ভাড়া দিয়ে কর্মস্থলে যাচ্ছেন সাধারণ মানুষ।