তুমি ছক্কা মেরে করোনাকে ভাগিয়ে দেও: শচীনকে ওয়াসিম আকরাম

করোনা ভাইরাসে আক্রান্ত শচীন টেন্ডুকার হাসপাতালে ভর্তি হয়েছেন। সে খবরে আশঙ্কিত হয়ে কিংবদন্তির আরোগ্য কামনায় সামিল হয়েছেন বিশ্বের ক্রিকেট মহল। সেই প্রবাহে যুক্ত হয়েছেন পাকিস্তানের কিংবদন্তি প্রাক্তন ফাস্ট বোলার ওয়াসিম আকরাম।

বাইশ গজে কেউ কাউকে ছেড়ে কথা বলতেন না। মুখোমুখি সময়ে কখনও জয় হয়েছে শচীনের। কখনও শেষ হাসি হেসেছেন ওয়াসিম। তবে মাঠের বাইরে দুই তারকার বন্ধুত্ব ছিল দেখার মতো। সেই বন্ধুর আরোগ্য কামনা করে করোনাকে ছক্কা হাঁকিয়ে মাঠের বাহিরে ফেলে দিতে বললেন ওয়াসিম।

এক টুইটে তিনি লিখেছেন, তুমি যখন ১৬ বছরের ছিলে, তুমি তখন সাহস আর আত্মবিশ্বাসকে সঙ্গী করে বিশ্বের সেরা বোলারদের সঙ্গে যুদ্ধ করতে। আমি নিশ্চিত, তুমি ছক্কা মারার মতোই কোভিডকে ভাগিয়ে দেবে। তাড়াতাড়ি সুস্থ হও মাস্টার! এটা খুব ভাল হয়, যদি তুমি হাসপাতালের চিকিৎসক, নার্স এবং স্টাফেদের সঙ্গে বিশ্বকাপ জয়ের বার্ষিকী সেলিব্রেট করো। যদি করো তবে আমাকে একটা ছবি পাঠিয়ো।