তৃতীয় উইকেট জুটিতে সর্বোচ্চ রানের জুটির রেকর্ড গড়লো শান্ত-মুমিনুল

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলছে বাংলাদেশ। প্রথম টেস্টের প্রথম দিনেই ব্যাট হাতে দাপট দেখানো বাংলাদেশ, দ্বিতীয় দিনেও হাঁটছে একই পথে। প্রথম দিনেই নাজমুল হোসেন শান্ত ও অধিনায়ক মুমিনুল হকের জুটি বেশি ভোগাচ্ছিল স্বাগতিক শ্রীলঙ্কাকে।

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলছে বাংলাদেশ। প্রথম টেস্টের প্রথম দিনেই ব্যাট হাতে দাপট দেখানো বাংলাদেশ, দ্বিতীয় দিনেও হাঁটছে একই পথে। প্রথম দিনেই নাজমুল হোসেন শান্ত ও অধিনায়ক মুমিনুল হকের জুটি বেশি ভোগাচ্ছিল স্বাগতিক শ্রীলঙ্কাকে।

দ্বিতীয় দিনেও তাদের জুটি ভাঙতে অনেক ঘাম ঝরেছে লষ্কান বোলাররা। তবে এরই মধ্যে নতুন এক রেকর্ড গড়েছেন শান্ত ও মুমিনুল। বাংলাদেশ টেস্ট ক্রিকেটে তৃতীয় উইকেটে সর্বোচ্চ রানের জুটি গড়েছেন এই বামহাতি দুই ব্যাটার।

আগে তৃতীয় উইকেট জুটিতে এই শ্রীলঙ্কার বিপক্ষেই সর্বোচ্চ ২৩৬ রান তুলেছিল মুমিনুল ও মুশফিকুর রহিম। সেই জুটি টপকে মুমিনুল-শান্তর জুটি ২৪২ রানের। ক্যান্ডির পাল্লাকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এমন রেকর্ড গড়েন তাড়া।

শান্তর দেড়শোরও বেশি রানের সাথে অধিনায়ক মুমিনুলের সেঞ্চুরিতে তৃতীয় উইকেটে সর্বোচ্চ রানের জুটি হয়। যদিও শেষ পর্যন্ত শান্ত ১৬৩ রানে আউট হলে এই জুটি ২৪২ রানে থামে।