দুই সেশনে ২০০ রান পার বাংলাদেশের

ক্যান্ডি টেস্টের প্রথম দিনের প্রথম দুই সেশনই বাংলাদেশের। প্রথম সেশনে এলো ১০৬ রান। দ্বিতীয় সেশনে ৯৪ রান। প্রতি সেশনে উইকেট পতন ১টি করে।

শ্রীলঙ্কার বিপক্ষে চলতি দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটির প্রথম দিনে বুধবার পাল্লেকেলে স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিং বেছে নেয় বাংলাদেশ।

কিন্তু দলীয় ৮ রানেই বিদায় নেন ওপেনার সাইফ হাসান। লঙ্কান পেসার বিশ্ব ফার্নান্দোর করা ইনিংসের দ্বিতীয় ওভারের শেষ বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন সাইফ (০)। যদিও শুরুতে নট আউটের ইশারা করেন ফিল্ড আম্পায়ার। কিছুক্ষণ দ্বিধাদ্বন্দ্বে ভোগার পর রিভিও নেন স্বাগতিক অধিনায়ক দিমুথ করুণারত্নে। আর তাতে সিদ্ধান্ত আউট আসে।

সবমিলিয়ে ২ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ এখন পর্যন্ত ২০০ রান। ৭৮ রানে ব্যাট করছেন নাজমুল হোসেন শান্ত। ২১ রানে অপরাজিত মুমিনুল হক।