নতুন লুকে ইরফান সেলিম

নৌবাহিনী কর্মকর্তাকে মারধরের ঘটনায় করা মামলায় জামিন পেয়ে কারাগার থেকে মুক্ত হয়েছেন সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডের সাময়িক বরখাস্ত হওয়া কমিশনার ইরফান সেলিম।

আজ বুধবার (২৮ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে জামিন পাওয়ার পর তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে মুক্তি দেওয়া হয়। গণমাধ্যমকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) জেলার মাহাবুবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) বিকেল সাড়ে ৫টার দিকে কারামুক্তি হয়ে ইরফান সেলিমকে ফুলের মালা দিয়ে অভর্থনা জানালেন তাঁর শুভাকাংখিরা। কারাগার থেকে মুক্ত হওয়ার পর তাকে নতুন লুকে দেখা যায়। ইরফান সেলিম গাড়িতে উঠার পরও ফুল নিয়ে দাড়িয়ে থাকতে দেখা যায় তাঁর অনুসারিদের।

উল্লেখ্য, ২৫ অক্টোবর রাতে হাজী সেলিমের ‘সংসদ সদস্য’ লেখা সরকারি গাড়ি থেকে নেমে নৌবাহিনীর কর্মকর্তা ওয়াসিফ আহমদ খানকে মারধর করা হয়। রাজধানীর কলাবাগান সিগন্যালের পাশে এ ঘটনা ঘটে।