নানা অজুহাতে ফেরিঘাটে যাত্রী: বাধাগ্রস্ত জরুরিসেবা

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সারাদেশে লকডাউন পরিস্থিতিতেও দক্ষিণ পশ্চিমাঞ্চলের শত শত মানুষজন নৌপথ পারের জন্য পাটুরিয়া ঘাট এলাকায় জটলা বেঁধেছে। ফলে স্বাভাবিক পারাপারে বাধাগ্রস্ত হচ্ছে জরুরিসেবার যানবাহনগুলো।

সোমবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে পাটুরিয়া তিন নম্বর ঘাট এলাকায় বেশ কিছু প্রাইভেকার ও লাশবাহী গাড়ি পারের অপেক্ষায় আছে এমন চিত্র দেখা যায়।

জানা গেছে, জরুরিসেবা, লাশবাহী ও পচনশীল পণ্যবাহী যানবাহন পারাপারের জন্য ঘাটে তিনটি ফেরি রয়েছে।

এদিকে জরুরি প্রয়োজন ছাড়া ফেরি চলাচল বন্ধ রয়েছে। যার কারণে লাশবাহী গাড়িগুলোকে ফেরিতে তুলতে হিমশিম অবস্থায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ। কারণ হিসাবে তারা বলছেন, জরুরিসেবার যানবাহনগুলোকে ফেরিতে তুলতে গেলে বিভিন্ন পথ অবলম্বন করে আসা সাধারণ যাত্রীরা ফেরিতে উঠে পড়েন। ফলে বাধাগ্রস্ত হচ্ছে জরুরিসেবা।