নিগারের সেঞ্চুরিতে দ. আফ্রিকাকে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা

সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী ক্রিকেট দলকে উড়িয়ে দিল বাংলাদেশ নারী ইমার্জিং ক্রিকেট দল। সিলেটে দ্বিতীয় ওয়ানডেতে নিগার সুলতানার দুর্দান্ত সেঞ্চুরিতে প্রোটিয়াদের ৭ উইকেটে হারিয়ে ৫ ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৮ উইকেটে ১৯৬ রান তুলে প্রোটিয়া মেয়েরা। জবাবে ৪৫.৩ ওভারেই ৭ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌছে যায় বাঘীনিরা।

লক্ষ্য তাড়া করতে নেমে অধিনায়ক নিগার সুলতানা একাই দলকে জয়ের দিকে নিয়ে নিয়ে যান। অসাধারণ ব্যাটিং করে ১৩৫ বলে ১০১ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করে তবেই মাঠ ছাড়েন টাইগ্রিস কাপ্তান।

এর আগে দক্ষিণ আফ্রিকাকে বড় সংগ্রহ এনে দেন এন্ড্রি স্ট্রেইন। শুরুতে ৬৮ রানে ৩ উইকেট হারায় সফরকারীরা। স্টেইন ও আনেক বোষ চতুর্থ উইকেটে ৭৮ রানের জুটি গড়ে বড় সংগ্রহের ভিত এনে দেন।

এন্ড্রি স্টেইন ছুটছিলেন সেঞ্চুরির দিকে, সাউথ আফ্রিকার ইমার্জিং মেয়েরা হাঁটছিল লড়াকু পুঁজির দিকে। নিজের দশম ওভারে বোলিংয়ে এসে ৮০ রান করা এন্ড্রিকে এলবিডব্লিউ করে অতিথিদের ব্যাটিংয়ে ছন্দপতন ঘটান সালমা খাতুন। স্টেইন আউট হওয়ার পরের ওভারেই আনেক সাজঘরে ফেরায় প্রত্যাশিত পুঁজি পায়নি প্রোটিয়ারা।

সংক্ষিপ্ত স্কোরঃ
দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দল: ৫০ ওভারে ১৯৬/৮( স্টেইন ৮০; রিতু ৩/২৫)

বাংলাদেশ নারী ইমার্জিং দল: ৪৫.৩ ওভারে ১৯৭/৩(নিগার সুলতানা ১০১*; মিশেলা ১/৩৩)