পবিত্র মাহে রমজান পালনে কোনও ধরনের বাধা দেয়া যাবে না: বাবুনগরী

মুহাম্মদ জুনায়েদ একজন বাংলাদেশি দেওবন্দি ইসলামি পণ্ডিত, শিক্ষাবিদ, লেখক, গবেষক, ইসলামি বক্তা, সমাজ সংস্কারক ও আধ্যাত্মিক ব্যক্তিত্ব।

আজ রবিবার (১১ এপ্রিল) ফেসবুক লাইভে হেফাজতের আমির জুনায়েদ বাবুনগরী এ কথা জানান।

বাবুনগরী বলেন, সুস্থ স্বাভাবিকভাবে পবিত্র মাহে রমজান পালনে কোনও ধরনের বাধা দেয়া যাবে না। যারা কওমী মাদ্রাসার সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছে তারা কেউ বাঁচতে পারবে না।

বাবুনগরী আরও বলেন, মাহে রমজান মাসে এহতেকাফ, তারাবি ও জুম্মার নামাজ বন্ধ করা যাবে না। কোনও শরীয়ত বর্হিভুত কাজ করা যাবে না। শরীয়তের হুকুম মেনে চলতে হবে। দোয়া, তালিম, পবিত্র কোরআন তেলোয়াত চালু রাখতে হবে।