পবিত্র রমযানে ইফতারের ছবি সামাজিক মাধ্যমে দেবেন না: রুবেল

ইসলাম ধর্মমতে সবচেয়ে পবিত্রতম মাস হলো মাহে রমযান মাস। রমযান মাসে মুসলমানগণ ধর্ম চর্চার অংশ হিসেবে ভোর থেকে সুর্যাস্তের পর পর্যন্ত সকল প্রকার পানাহার বর্জন করে থাকেন। একে আরবীতে ‘সিয়াম’ বলে, বাংলাদেশে যা মুলতঃ ‘রোযা’ নামে পরিচিত।

গত মঙ্গলবার (২০ এপ্রিল) নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে সকল ধর্মপ্রাণ মুসলিম ভাই-বোনদের সামাজিক যোগাযোগ মাধ্যমে রমযান মাসে সাহরি ও ইফতারের খাবারের ছবি আপলোড না করার জন্য আহ্বান জানিয়েছেন।

ফেসবুক পোস্টে রুবেল লেখেন, এই রমজানের সাহরী ইফতারের খাবারের ছবি বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় আপলোড দিবেন না। মনে রাখবেন, আপনার বিলাসিতা অন্য কারো আফসোসের কারণ হতে পারে।