প্রথম ডোজ বন্ধের সিদ্ধান্ত বিপর্যয় বয়ে আনতে পারে: ড. কামাল

জনগণকে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ বন্ধ করে দেওয়ার প্রতিবাদ জানিয়ে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, করোনায় যেখানে মৃত ও শনাক্তের হার দেশে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। সেখানে ভ্যাকসিন বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত মেনে নেওয়া যায় না।

আজ সোমবার (২৬ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ড. কামাল হোসেন একথা বলেন।

ড. কামাল হোসেন বলেন, শুধু মাত্র ‘সিরাম’ একটি প্রতিষ্ঠানের সাথে চুক্তি করা কি সঠিক হয়েছে? করোনার বিরুদ্ধে লড়াই ঘোষণা করে, ভ্যাকসিন নাই অক্সিজেন নাই, পর্যাপ্ত করোনা টেস্ট কিংবা চিকিৎসার ব্যবস্থা নাই। বাংলাদেশের মতো জনবহুল দেশে এটা কতবড় বিপর্যয় বয়ে আনতে পারে সরকার মনে হয় এটা ঠিকমত বুঝে উঠতে পারেনি।

ড. কামাল হোসেন আরও বলেন, আমরা করোনার আক্রমণ থেকে জনগণকে রক্ষার জন্য সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি। অতিসত্বর করোনার ভ্যাকসিন সংগ্রহ ও জনগণের মধ্যে পুরোদমে ভ্যাকসিন প্রদানের দাবি জানান তিনি।