প্রথম রোজা রেখে সারাদিন ঘুমিয়েছিলামঃ আমিন খান

রমজান বা রামাদান ইসলামি বর্ষপঞ্জির ৯ম মাস এবং ইসলাম ধর্মমতে সবচেয়ে পবিত্রতম মাস এটি। এই মাসে মুসলমানগণ ধর্ম চর্চার অংশ হিসেবে ভোর থেকে সুর্যাস্তের পর পর্যন্ত সকল প্রকার পানাহার বর্জন করে থাকেন। মুসলিম তারকারাও কাজের শত ব্যস্ততার মাঝে রোজা রাখেন, ইবাদত-বন্দেগি করেন।

রোজা নিয়ে শৈশবে অনেকেরই আছে মজার মধুর স্মৃতি। তেমনি চিত্রনায়ক আমিন খানও স্মৃতির খাতা খুলে প্রথম রোজা রাখার গল্প তাঁর ভক্তদের সাথে শেয়ার করলেন।

আমিন খান বলেন, ‌আমার শৈশব কেটেছে খুলনা শহরে। বাবা চাকরি করতেন সেখানে। আমার জীবনের প্রথম রোজা নিয়ে স্পষ্ট কোনো মজার স্মৃতি মনে নেই। তবে হালকা করে মনে পড়ছে, প্রথম রোজা রেখে সারাদিন ঘুমিয়েছিলাম। আমি তখন বেশ ছোট। নতুন স্কুলে ভর্তি হয়েছি। রোজা রেখেছিলাম বলে সেদিন আর স্কুলে যাইনি। মনে আছে, বিকেলে ঘুম থেকে উঠে ক্ষুধায় মরে যাচ্ছিলাম! মা-বাবা অনেক করে বুঝিয়েছিল, রোজা ভাঙার জন্য। কিন্তু আমি পুরো রোজাটা রেখেছিলাম।

আমিন খান আরও বলেন, এরপর প্রতিবছর দু-চারটা করে রোজা পালন করতাম। তারপর বয়স যখন ১৫ হলো তখন থেকে সবগুলো রোজা রাখি। সবাই আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন।

অনেকদিন ধরে আমিন খানকে রুপালি পর্দায় দেখা যায় না। তবে মাঝেমধ্যে নাটকে অভিনয় করেন তিনি।