প্রথম সেশনে সুযোগ হাতাছাড়ার মহড়ায় বাংলাদেশ

পাল্লেকেলেতে দ্বিতীয় টেস্টে টস জিতে ব্যাট হাতে আগে নেমেছে শ্রীলংকা। বাংলাদেশি পেসারদের খুব সমীহ করে খেলছেন দুই ওপেনার দিমুথ করুনারত্নে ও লাহিরু থিরিমান্নে।

বাংলাদেশি বোলারদের ভাগ্যে এখনও পর্যন্ত কোনো সাফল্য জুটেনি। অবশ্য এতে দোষ নেই বোলারদের।

অনেক চেষ্টার পর সবচেয়ে সহজ সুযোগ তৈরি করেছিলেন পেসার তাসকিন। তার একটি ডেলিভারিতে স্লিপে সহজ ক্যাচ তুলে দিয়েছিল দিমুথ করুনারত্নে। দলীয় রান তখনও ৫০ ছাড়ায়নি। লংকান অধিনায়কের ব্যাটের কানায় লেগে সোজা চলে যায় স্লিপে দাঁড়ানো ফিল্ডার নাজমুল হোসেন শান্তর হাতে।

কিন্তু তিনি তা তালুবন্দি করতে পারেননি। ফলে ক্রিকেটীয় ভাষায় দ্বিতীয় জীবন করুনারত্নে। এক বল পরই দলীয় ৫০ রান ছাড়ায় শ্রীলংকা।

শুরুতে খুব ধীরগতিতে ব্যাটিং করলেও সময়ের সাথে সাথে করুণারত্নে ও লাহিরু থিরিমান্নের রান তোলার গতি বৃদ্ধি পায়। থিতু হয়েই বাংলাদেশি বোলারদের শাসন করতে শুরু করেছেন তারা। মধ্যাহ্ন বিরতি পর্যন্ত করুণারত্নে ৮৫ বলে ৩২ রানে ও থিরিমান্নে ৭৮ বলে ৩২ রানে অপরাজিত আছেন। শ্রীলঙ্কার সংগ্রহ ২৭ ওভারে ৬৬ রান।