প্রেস ক্লাব আর মসজিদে আক্রমণ করা একই: ডা. জাফরুল্লাহ চৌধুরী

ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকদের চালানো তাণ্ডবের ঘটনায় এবার পুলিশের ভূমিকা তুলে ধরে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, প্রেস ক্লাব অত্যন্ত পবিত্র একটা জায়গা। প্রেস ক্লাবে আক্রমণ করা আর মসজিদে আক্রমণ করা একই মনে করি। সাংবাদিকদের কাজ হলো সত্য তুলে ধরা, আপনারা অনেক জায়গায় সেটি করে যাচ্ছেন।

আজ শনিবার (৩ মার্চ) ব্রাহ্মণবাড়িয়ায় ক্ষতিগ্রস্থ প্রেসক্লাব পরিদর্শনে গিয়ে ডা. জাফরুল্লাহ চৌধুরী এই কথা বলেন।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, মোকতাদির চৌধুরী (স্থানীয় সংসদ সদস্য) সরাসরি পুলিশকে ব্লেইম করেছেন। এই মুহূর্তে আমরা কোনো মন্তব্য করতে চাই না। শুধু দুঃখ প্রকাশ করতে পারি।

ডা. জাফরুল্লাহ চৌধুরী আরও বলেন, আজকে আমি শহরে (ব্রাহ্মণবাড়িয়া) ঢোকার আগেই তাঁরা (পুলিশ) খোঁজ নিচ্ছে আমি কোথায় যাব না যাব। এতটা সচেতন আছে পুলিশ। সেই পুলিশ কিভাবে এতোবড় ঘটনার খবর জানল না।

এসময়, ডা. জাফরুল্লাহ চৌধুরীর সাথে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ভাষানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম ও প্রেসিডিয়াম সদস্য নাঈম জাহাঙ্গীর, বীর মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ ও ব্যরিস্টার সাদিয়া আরমানসহ প্রতিনিধিদলের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।