ফিলিস্তিনের নির্বাচনে ইসরাইলকে হস্তক্ষেপ না করার আহ্বান যুক্তরাজ্যের

আগামী ২২ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশ ফিলিস্তিনের জাতীয় নির্বাচন। এদিকে আসন্ন এই নির্বাচনে ইসরাইলকে হস্তক্ষেপ না করার আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য।

নির্বাচনকে বাধাগ্রস্ত করতে গত সপ্তাহে ইসরাইলি বাহিনী অধিকৃত পশ্চিমতীর ও গাজায় বেশ কয়েকজন প্রার্থীসহ হামাস নেতাকর্মীদের আটক করে। আটককৃতদের মধ্যে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফাতাহ দলেরও দুজন প্রার্থী আছেন। নির্বাচনে হামাস জয়লাভ করতে পারে- এ আতঙ্কে এ ধরপাকড় শুরু করেছে ইসরাইল।

ফিলিস্তিনে অবাধ, সুষ্ঠু ও সব দলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ইসরাইলকে এ ধরনের হস্তক্ষেপ বন্ধ করতে বলেছে যুক্তরাজ্য।