ফ্রান্সে এরদোগানপন্থিদের স্থান হবে না: ম্যাক্রোঁ

ফ্রান্সে মুসলমানদের জন্য নতুন বিধিনিষেধের বিরুদ্ধে কথা বলায় তুরস্কের মুসলমানদের ওপর চটেছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। এ জন্য তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানকে দায়ী করে কঠোর সমালোচনা করেছেন ম্যাক্রোঁ।

চার্টার অফ রিপাবলিকান ভ্যালুস নামে ওই নির্দেশপত্র ফরাসি ইমামদের মেনে চলার নিদেশ দেয় ফরাসি সরকার। কিন্তু এটিকে মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে চরম আঘাত হিসেবে অবহিত করে প্রথম থেকেই কয়েকটি মুসলিম সংগঠন প্রত্যাখ্যান করে আসছিল।

সম্প্রতি ফরাসি এক টেলিভিষণকে দেওয়া সাক্ষাৎকারে ম্যাক্রোঁ দাবি করেছেন, তুর্কি এ সংগঠনটি দিয়ে ২০২২ সালে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনে প্রভাব খাটাতে চান এরদোগান।
ম্যাক্রোঁ কঠোর হুশিয়ারি দিয়ে বলেন, দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে এরদোগানপন্থিদের স্থান হবে না ফ্রান্সে।