বাজার ব্যবস্থাকে সিন্ডিকেটের কাছে জিম্মি হতে দেবে না সরকারঃ হুঁশিয়ারী সেতুমন্ত্রীর

অসৎ ব্যবসায়ীদের হুঁশিয়ার করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কোনো ধরনের সিন্ডিকেটের কাছে সরকার বাজার ব্যবস্থাকে জিম্মি হতে দেবে না।

আজ শনিবার (৩ এপ্রিল) সকালে নিজের সরকারি বাসভবনে ব্রিফিংকালে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এই হুঁশিয়ারি দেন।

ওবায়দুল কাদের বলেন, এক শ্রেণির ব্যবসায়ী রমজান মাস এলেই নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বাড়িয়ে দেন, যা শাস্তিযোগ্য অপরাধ। অহেতুক মূল্য বৃদ্ধি ও মজুতদারি নিয়ন্ত্রণে সরকার সতর্ক রয়েছে বলে জানান তিনি।

ওবায়দুল কাদের আরও বলেন, ইতোমধ্যে সরকার নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নির্ধারণ করে দিয়েছে। বাজার অস্থির করার যে কোন অপপ্রয়াস সরকার মেনে নেবে না, কোনো ধরনের সিন্ডিকেটের কাছে সরকার বাজার ব্যবস্থাকে জিম্মি হতে দেবে না।