বিজেপি ঠেকাতে ঝগড়াটে মহিলাদের এজেন্ট করবে তৃণমূল

ভারতের পশ্চিমবঙ্গে প্রথমদফার নির্বাচনে নন্দীগ্রামে অনেক বুথে এজেন্ট দিতে পারেনি ক্ষমতাসীন দল তৃণমূল। কিন্তু এবার আর সেটি যেন না হয়, সেইজন্য তৃণমূলের প্রধান মমতা ব্যানার্জি বলেছেন প্রয়োজনে ঝগড়াটে মহিলাদের এজেন্ট নিয়োগ করবে তার দল।
তৃতীয় দফা ভোটের আগে সোমবার ফের বেশবড়সড় প্রচারে নেমেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। একইদিনে প্রথম সভা থেকে আবারও বিজেপির বিরুদ্ধে অভিযোগ করে বলেন, দ্বিতীয় দফার ভোটে বিজেপির ভয়ে নন্দীগ্রামে অনেক বুথে এজেন্ট দিতে পারেনি তৃণমূল। কিন্তু এবার আর তা হবে না।

মমতা বলেন,‘কোনো পরিস্থিতিতে বুথ ছেড়ে পালান যাবে না। বিজেপি বা তাদের মিলিটারি ভয় দেখাচ্ছে, সন্ত্রাস করছে, এই সব বলে বুথ ছেড়ে পালানোর কোনো বাহানা চলবে না। অন্যরা না বসলে আমরা আমাদের কন্যাশ্রীদের বসাব। যারা বঙ্গজননী করেন, তাদের এজেন্ট করা হবে। সে রকম হলে দলের ঝগড়াটে মহিলাদের সব বুথে এজেন্ট করে দেব। দেখি বিজেপির সাহস কত!’

সূত্রঃ ইন্ডিয়ান এক্সপ্রেস।