বিশ্বসেরা মুসলিম নারীদের নিয়ে শীর্ষ সম্মেলন

বিশ্বের তরুণ মুসলিম নারীদের নিয়ে শীর্ষ সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে তুরস্কভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ইসলামিক কো-অপারেশন ইয়ুথ ফোরাম (আইসিওয়াইএফ)। আগামী ৬-৮ এপ্রিল অনলাইন প্লাটফর্মে তা অনুষ্ঠিত হবে।

জাতিসংঘের ইকনোমিক অ্যান্ড সোস্যাল কাউন্সিল ইয়ুথ ফোরামের সহায়তায় শীর্ষ সম্মেলনের উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হবে। ‘একুশ শতকে ক্রমবর্ধমান শক্তি নারীদের ভাবনা’ শীর্ষক উদ্বোধনী পর্বে উপস্থিত থাকবেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত সাভাসগলু।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে থাকবেন ইয়েমেনের নোবেল পুরস্কার বিজয়ী নারী তাওয়াক্কুল কারমান, ইয়েমেনের তরুণ কর্মী আলা সালাহ, সুদান বিপ্লবের পথিকৃৎ মুনা দিয়াব, ফেসবুকের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিভাগের মুসলিম প্রকৌশলী আয়েশি ইউসুফ, ‘আমাদের মেয়েদের ফিরিয়ে আনুন’ আন্দোলনের নাইজেরিয়ান কর্মী সুমাইয়া ফারুকি, আফগানিস্তানের প্রথম অল গার্ল রোবট দলের প্রধান আঞ্জেল আল নাইমার, পাকিস্তানের বৈমানিক প্রকৌশলী ও পরিবেশবান্ধব বিমান নিয়ে কাজ করা প্রথম বেসরকারি বিমান সংস্থার প্রধান নির্বাহী সারাহ কুরাইশি।

এ ছাড়াও শীর্ষ সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে আরো থাকবেন, কানাডার প্রথম হিজাবি টিভি উপস্থাপিকা জেনিলা মাসা, ইরানের প্রথম ট্রাইথলন অ্যাথলেট শিরিন গেরামি, যুক্তরাজ্যের মুসলিম কাউন্সিলের প্রথম নারী পরিচালক জারা মুহাম্মাদ, যুক্তরাষ্ট্রের হিজাবি বাস্কেটবল খেলোয়ার বিলকিস আবদুল কাদির ও যুক্তরাষ্ট্রের প্রথম হিজাবি ভারোত্তলক প্রতিযোগী গুলসুম আবদুল্লাহ।

শীর্ষ সম্মেলনে আরো অংশ নেবেন, আরকান শরণার্থীদের শিক্ষা সুবিধা প্রদানে সক্রিয় কর্মী রিমা সুলতানি রিমু, আমেরিকার ফিল্মমেকার সামাহ সাফি বায়াজিদ, নারীদের যৌনাঙ্গচ্ছেদ অবসানে সক্রিয় কর্মী উবাহ আলি, সান ফ্রান্সিসকোর ইসলামোফোবিয়া ও কুসংস্কারের শিকার মুসলমানদের আইনি সহায়তা প্রদানকারী কর্মী জাহরা বিলো, ফিল্মমেকার আলা হামদান ও ইনস্ট্রাগ্রামের শীর্ষ মুসলিম কর্মকর্তা ইহসান বেনালুচ।

আইসিওয়াইএফ-এর প্রধান পরিচালক তোহা আয়হান বলেন, আসন্ন শীর্ষ সম্মেলনে আমরা বিশ্বের বিভিন্ন পেশার তরুণ নারীদের একত্রিত করব। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শিল্প, ক্রীড়া, রাজনীতি, বিজ্ঞানসহ সব পেশায় অবদান রাখা নারীরা এতে অংশ নেবেন। শীর্ষ সম্মেলনের প্রথম দিন জাতিসংঘের ইয়ুথ ফোরামের সঙ্গে যৌথভাবে অনুষ্ঠিত হবে। এটি বিশ্বের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় একটি বৈশ্বিক সংলাপের সুযোগ তৈরি করবে এবং তরুণদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলবে।

২০০৪ সালে তুরস্কভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ইসলামিক কো-অপারেশন ইয়ুথ ফোরাম (আইসিওয়াইএফ) প্রতিষ্ঠিত হয়। বিশ্বের ৫৬টি দেশের ৬০ কোটির বেশি তরুণদের নিয়ে সংস্থাটি কাজ করছে। সমকালের তরুণ প্রজন্মের মধ্যে অর্থনৈতিক উন্নয়ন, শিক্ষা, ইসলামী সংস্কৃতি-ঐতিহ্য ও নগরায়ন বিষয়খ সচেতনতা তৈরিতে নানা ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়।

সূত্র: ডেইলি সাবাহ