ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের আরও ৭ নেতাকর্মী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের বিক্ষোভে সহিংসতার ঘটনায় দায়েরকৃত মামলায় আরও ৭জনকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ শনিবার (১৭ এপ্রিল) সকালে জেলা পুলিশের বিশেষ শাখা পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে একথা বলা হয়।

পুলিশের দাবি, গত শুক্রবার রাতে জেলার বিভিন্ন এলাকা থেকে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা সবাই হেফাজতে ইসলামের কর্মী-সমর্থক। এ নিয়ে সহিংস বিক্ষোভের ঘটনায় মোট ২৬৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তাণ্ডবের ঘটনায় জেলার বিভিন্ন থানায় মোট ৫৫টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ৪৯টি, আশুগঞ্জ থানায় ৩টি, সরাইল থানায় ২টি এবং আখাউড়া রেলওয়ে থানায় ১টি। ৫৫টি মামলায় এজাহারনামীয় ৪১৪ জনসহ অজ্ঞাতনামা ৩৫ হাজার লোককে আসামি করা হয়েছে। পুলিশ বৃহস্পতিবার রাত পর্যন্ত মামলার ২৬৮ জন আসামিকে গ্রেফতার করে।

জেলা পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ডিআইওয়ান) ইমতিয়াজ আহমেদ বলেন, পুলিশ ভিডিও ফুটেজ ও ছবি দেখে আসামিদের গ্রেফতার করছে।