ভারতের জন্য দোয়া চাইলেন মিথিলা

রাফিয়াত রশিদ মিথিলা হলেন বাংলাদেশের একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী, গীতিকার, সুরকার, অভিনেত্রী এবং মডেল। অন্যদিকে তিনি বর্তমানে ব্র্যাক ইন্টারন্যাশানালের আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টের প্রধান হিসাবে কর্মরত আছেন।

বিশ্বের প্রতিটি দেশই হিমশিম খাচ্ছে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ সামলাতে। তবে সংক্রমণ ঠেকাতে সবচেয়ে বেশি টালমাটাল ভারত। প্রতিদিনই ভাঙছে আক্রান্তের রেকর্ড। একইসঙ্গে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও।

ভারতের ভয়াবহ প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্য অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী-সমাজকর্মী রাফিয়াত রশিদ মিথিলা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশটির জন্য প্রার্থনা জানিয়ে কয়েকটি পোস্ট করেছেন মিথিলা। সামিল হয়েছেন হ্যাশট্যাগ প্রেয়ার্স ফর ইন্ডিয়া-তে।

গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে সংক্রমিত হয়েছেন প্রায় সোয়া তিন লাখ মানুষ। এর মধ্যে মারা গেছেন ২ হাজার ৭৭১ জন।