ভারত থেকে সরে যেতে পারে বিশ্বকাপ, বিকল্প ভাবনা আইসিসির

করোনার ভয়াবহ তান্ডবে বিপর্যস্ত ভারত। দৈনিক মৃতের সংখ্যা প্রায় তিন হাজারে পৌঁছেছে। সংক্রমণ শনাক্ত হচ্ছে দৈনিক সাড়ে ৩ লাখের বেশি।

পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে, যা রীতিমতো নিয়ন্ত্রণের বাইরে। এমন অবস্থায় শঙ্কা দেখা দিয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে।

আগামী অক্টোবরের মাঝামাঝিতে টুর্নামেন্টটি মাঠে গড়ানোর কথা। কিন্তু এখন বিকল্প ভাবতে হচ্ছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা-আইসিসিকে।

আইসিসির একটি সূত্র জানিয়েছে, হাতে এখনও সময় আছে ছয় মাস। তাই এখনই চূড়ান্ত কিছু বলে দেওয়ার সময় হয়নি। তবে দেশটির পরিস্থিতি ভালোভাবেই পর্যবেক্ষণ করছে আইসিসি। ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গেও সার্বক্ষণিক যোগাযোগ রাখছে তারা।

তবে ভারত থেকে বিশ্বকাপ সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত না হলেও বিকল্প ভাবনা ঠিকই মাথায় রাখছে আইসিসি। সেক্ষেত্রে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপটি আয়োজন হতে পারে সংযুক্ত আরব আমিরাতে। পাশাপাশি ভাবা হচ্ছে শ্রীলঙ্কার কথাও। সেক্ষেত্রে আরব আমিরাতকেই বিকল্প হিসেবে এগিয়ে রাখা হচ্ছে। কেননা সেখানকার জনসংখ্যা তুলনামূলকভাবে কম এবং বিশ্বকাপ আয়োজনের সবরকম সুযোগ-সুবিধাও আছে।