ভয়াবহ বন্যায় ডুবে গেছে পবিত্র নগরী মক্কা

মক্কা ইসলাম ধর্মের পবিত্রতম নগরী হিসেবে স্বীকৃত। প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি পবিত্র হজ ও ওমরা পালনে সৌদি আরবে যান। ভয়াবহ বৃষ্টিতে সৃষ্ট বন্যায় ডুবে গেছে সৌদি আরবের পবিত্র নগরী মক্কা।

গতকাল মঙ্গলবার (২৭ এপ্রিল) থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতে তলিয়ে গেছে মক্কাসহ বেশ কিছু শহরের রাস্তা-ঘাট। ভেসে গেছে রাস্তায় পার্ক করে রাখা বহু গাড়ি।

পবিত্র মাহে রমজানে সেখানকার মসজিদে নামাজ আদায় করতেও যেতে পারছেন না তারা। বন্যার কারণে সৌদিতে ওমরাহ করতে যাওয়া মুসল্লিদের ভোগান্তি পৌঁছেছে চরমে।

এদিকে, আগামী কয়েকদিন বৃষ্টিপাত অব্যাহত থাকবে জানিয়ে রোববারের (২ মে) আগে এ পরিস্থিতি স্বাভাবিক হবে না বলে পূর্বাভাস দিয়েছে স্থানীয় আবহাওয়া দপ্তর।