মানবিক বা চুক্তিভিত্তিক বিয়ে ইসলামে হারাম: ৫১ আলেমের বিবৃতি

এক যৌথ বিবৃতিতে আহলে সুন্নাত ওয়াল জমাআত বাংলাদেশের শীর্ষ ৫৫১ আলেম বলেছেন, ইসলামে নারী-পুরুষের বন্ধনের বৈধ পন্থা হলো বিয়ে। আল্লাহ বিয়েকে হালাল করেছেন বিপরীতে যিনা-ব্যভিচারসহ বিবাহবহির্ভূত সব অবৈধ মেলামেশাকে নিষিদ্ধ করেছেন। চার মাযহাবের ইমামসহ সবার ঐকমত্য হলো নিকাহের বিপরীতে মানবিক বা চুক্তিভিত্তিক সাময়িক যৌন সম্পর্ক স্থাপন সম্পূর্ণ হারাম ও ইসলামের দৃষ্টিতে তা শাস্তিমূলক অপরাধ।

আজ শনিবার (২৪ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এ বিবৃতিতে আহলে সুন্নাত ওয়াল জমাআত বাংলাদেশের ৫৫১ আলেম স্বাক্ষর করেছেন।

বিবৃতিতে শীর্ষ আলোমরা বলেন, বর্তমানে ইসলাম রক্ষার কথা বলে হেফাজতের কিছু চিহ্নিত দায়িত্বশীল নেতা হাজার বছর ধরে প্রচলিত ইসলামের মৌলিক বিধানের উপর হস্তক্ষেপ করার চেষ্টা করছে। শরয়ী শাশ্বত বিধান পাল্টে দিয়ে চুক্তিভিত্তিক সাময়িক বিয়ের প্রবর্তন করার দুঃসাহস দেখাচ্ছে। যা সমাজে অবাধ অনাচার, যৌনাচার ও যুবসমাজকে বিকৃত পথে চলতে উৎসাহ দেবে। ইসলাম সম্পর্কে ভুল বার্তা পৌঁছাবে। অন্যদিকে ইসলামি সামাজিক রীতিনীতি ও পরিবার প্রথা ভেঙে দিয়ে সামাজিক অশান্তি সৃষ্টির পথ দেখাবে।

আহলে সুন্নাত নেতারা বলেন, কখনো মানবিক বিয়ে বা কখনো চুক্তিভিত্তিক বিয়ের কথা বলে নিজেকে রক্ষা করতে চাইলেও সবকিছু বিবেচনা ও পর্যবেক্ষণ করে শরয়ী ফয়সালা হলো ইসলামে চুক্তিভিত্তিক বিয়ে হারাম সুতরাং যে বা যারা এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকবে বিবাহিত হলে প্রমাণ সাপেক্ষে তাদেরকে পাথর নিক্ষেপ করে মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়ে ইসলামে ফয়সালা দেয়া হয়েছে।