মুস্তাফিজের সমস্যা ধরিয়ে দিলেন বিশপ

আইপিএল এর প্রথম ম্যাচে পাঞ্জাব কিংসের মুখোমুখি হয়েছে রাজস্থান রয়্যালস। এই ম্যাচে রাজস্থানের হয়ে মাঠে নেমেছেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান। রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসন টসে জিতে ফিল্ডিং নেয়ায় নতুন বলে বল করার সুযোগ হয়েছে মুস্তাফিজের। ইনিংসের দ্বিতীয় ওভার বোলিংয়ে আসেন তিনি। ওই ওভারে ১১ রান দিলেও কাটার মাস্টারের বল খেলতে বেশ বেগ পেতে হয় পাঞ্জাবের ব্যাটসম্যানদের। লেগ স্টাম্পের বাইরের বল ভিতরে ঢুকিয়ে পাঞ্জাবের উদ্বোধনি ব্যাটসম্যান মায়াঙ্ক আয়ারওয়ালকে কয়েকবার পরাস্তও করেন।

তখন ধারাভাষ্য কক্ষে ছিলেন ইয়ান বিশপ। মুস্তাফিজের বোলিং দেখে তার প্রশংসা করলেও একটি সমস্যা খুঁজে বের করেছেন। সাধারণত দীর্ঘ ফরম্যাটে ক্রিকেটে ফিজ বল করার সময় পিচের মাঝামাঝি চলে আসে। এ কারণেই টেস্টে তার বল ইন সুইং করে না বলে মত তার। তিনি বলেন, ‘মুস্তাফিজ নিজেকে ফিরে পেতে দারুণ চেষ্টা করছে। সে ওটিস গিবসনের সঙ্গে লম্বা সময় ধরে কাজ করেছে। সে বল ভিতরে ঢোকাতে চেষ্টা করছে। সে ধীরে ধীরে নিজেকে ফিরেও পাচ্ছে। কিন্তু তার বড় সমস্যা দীর্ঘ ফরম্যাটের ক্রিকেটে। যেখানে সে বল করার পর পিচের মাঝখানে চলে আসছে।’