মেসিকে তিনবছরের জন্য পেতে পিএসজির প্রস্তাব

চলতি বছরের ৩০ জুন মেসির সঙ্গে বার্সেলোনার চুক্তি শেষ হয়ে যাবে বার্সেলোনার আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসির।। আর্জেন্টাইন এই কিংবদন্তিকে পেতে দৌড়ঝাঁপ শুরু করেছে পিএসজি। বেশ কিছু ইউরোপীয় ও দক্ষিণ আমেরিকান গণমাধ্যম জানাচ্ছে, মেসিকে পেতে এর মধ্যেই অকল্পনীয় প্রস্তাব দিছে ক্লাবটি।

ব্রাজিলের টিএনটি স্পোর্টস জানাচ্ছে, মেসিকে দলে পেতে পিএসজি এর মধ্যেই একটা তিন বছরের চুক্তি পেশ করেছে। সেখানে সব মিলিয়ে অর্থের অঙ্কটা এতটাই বেশি যে বিশ্বের আর কোনো দলই এমন বড় বেতন দিয়ে রাখার কথা কল্পনাতেও আনতে পারবে না!

শেষ ছয় বছর ধরে চ্যাম্পিয়ন্স লিগ মেসিকে কেবল বঞ্চিতই করে এসেছে। শিরোপাটা ন্যু ক্যাম্পে ফেরাতে বার্সেলোনার কাছে মেসির চাওয়া ছিল প্রয়োজনীয় কিছু দলবদল, যেসব খেলোয়াড় দলে এসে দলকে আরো শক্তিশালী করবেন। তার সঙ্গে একটা উচ্চাভিলাষী ক্রীড়া প্রকল্প।

পিএসজির বিশ্বাস, মেসির চাহিদার মতো পিএসজিরও চাহিদা একই। উচ্চাভিলাষী ক্রীড়া প্রকল্প আর চ্যাম্পিয়ন্স লিগের তীব্র ইচ্ছা। গেল মৌসুমে দলটি খেলেছে ফাইনাল আর এবারও সেমিফাইনালে খেলেছেন নেইমাররা। এ কারণেই মেসিকে দলে ভেড়াতে মরিয়া হয়ে উঠেছে দলটি।