মোদির কাছে মানুষের জীবনের কোনও দাম নেই: অভিষেক

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে মানুষের জীবনের কোনও দাম নেই বলে মন্তব্য করেছেন সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আজ রবিবার (১৮ এপ্রিল) পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন উপলক্ষে বনগাঁয় এক দলীয় সমাবেশে অভিষেক বন্দ্যোপাধ্যায় এ কথা বলেন।

অভিষেক বলেন, মানুষ ভিড় করছে আর প্রধানমন্ত্রীর নামে জয়ধ্বনি করছে, মোদির এটাই জয়। আপনারা কী এই প্রধানমন্ত্রীকে ক্ষমা করবেন? এই বিজেপির নেতাদের আপনি ক্ষমা করবেন? যারা আগামীদিনে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে নিজেরা স্বার্থ চরিতার্থ করতে রাস্তায় নেমেছে যে কোনও প্রকারে বাংলা দখল করতে তাদের ক্ষমা করবেন?

অভিষেক আরও বলেন, কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে জোর করে মানুষকে ভোট দেওয়ানো যাবে না। যা ইচ্ছা করুন অসুবিধা নেই। কিন্তু মানুষের জীবন নিয়ে ছেলেখেলা করছেন কেনো? এই যে আজকে এত মানুষ জমায়েত হয়েছে, আমার দেখে ভালো লাগার চেয়ে খারাপ লাগছে। কারণ, যদি কেউ মাস্ক পরে থাকেন ঠিক আছে। কিন্তু কত লোক মাস্ক পরেননি!